Shadow

তোফায়েল ভক্ত মুক্তিযোদ্ধা বাছেদ

ভোলা প্রতিনিধ ॥ ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবুল বাছেদ। তিনি বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের একজন অনুরাগী ও অধিক ভক্ত। কোন কিছুর চাওয়া পাওয়া না থাকলেও তোফায়েল আহমেদকে বাংলার লায়ন বলে আখ্যা দিয়ে বেড়ান। মুক্তিযোদ্ধা বাছেদ বলেন, তোফায়েল আহমেদ ১৯৬৯ সালের গনঅভ্যুত্থ্যানের অন্যতম মহানায়ক। আগরতলা ষরযন্ত্র মামলা থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে উদ্ধার করে এনে দৃষ্টান্ত স্থাপত করেছেন তিনি। তিনি আমাদের জাতীয় নেতা। বাংলাদেশ স্বাধীণতার পর তোফায়েল আহমেদের মাধ্যমে মানুষ অনেক কিছু অর্জন করেছে। তাকে মুক্তিযুদ্ধের সময় অনেক কাছাকাছি থেকে দেখেছেন। তার কর্মকান্ডে তখন থেকেই মুগ্ধ হয়ে পড়ে বাছেদ। তার কাছে কোন কিছু চাওয়া পাওয়া নেই। তার আর্দশের প্রতি মৃত্যু পর্যন্ত সম্মান শ্রদ্ধা থাকবে। জানা গেছে, তোফায়েল আহমেদের বিরুদ্ধে কেউ কোন কথা বললেই তেলে বেগুনে জ্বলে উঠেন এই মুক্তিযোদ্ধা বাছেদ। বাছেদ বলেন, কে কোন দল করল সেটা বড় কথা নয় তোফায়েল আহমেদ বাংলার লায়ন। তাই তার প্রতি সকলের শ্রদ্ধা থাকা উচিত। এদিকে মুক্তিযোদ্ধ বাছেদের মুখে এমন কথা শুনে অনেকেই প্রশ্ন করেন যে, তোফায়েল আহমেদ এমনকি সুবিধা তোমাকে দিয়েছে তুমি তার এত ভক্ত। বাছেদ বলেন, কোন কিছুর বিনিময়ে তোফায়েল আহমেদের প্রশংসা করা ঠিক হবে না। তিনি বাংলাদেশের একজন জাতীয় নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *