Shadow

দৌলত খানে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ইভটিজিং এর অভিযোগে

ভোলা প্রতিনিধি ॥ দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ০১নং ওয়ার্ডের মেম্বার আব্দুল অদুদের বিরুদ্ধে বিভিন্ন নারীদেরকে ইভটিজিং করার অভিযোগ পাওয়া গেছে। তার রোষানলে পরে বেশ কয়েকজন গৃহবধু এলাকায় গন্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দাবী করছেন। খোজ নিয়ে জানা গেছে, মেম্বার আব্দুল অদুদ নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন নারীদের প্রতি আসক্ত হয়ে পড়ে। বিশেষ করে ভিজিএফ-ভিজিডি-বিধবা ভাতা দেওয়ার নাম করে বিভিন্ন মহিলাদেরকে জিম্মি করে যৌন হয়রানী করে। তার কু-প্রস্তাবে কেউ রাজী না হলে তাকে বিভিন্ন অজুহাতে পারিবারিক ভাবে ঝামেলায় জড়িয়ে দেয়। গত ঈদুল ফিতরের দু’দিন আগে একই এলাকার দুলালের স্ত্রী মেম্বার অদুদের কাছে একটি ঘটনার বিচারের জন্য যায়। মেম্বার অদুদ ওই গৃহবধুকে তার ঘরের ভিতরে একটি রুমে নিয়ে জোর পূর্বক যৌন হয়রানীর চেষ্টা চালায়। পরে মহিলা পালিয়ে যায়। একইদিন বিকালে ওই মহিলার বাড়িতে গিয়ে আবারও ওই মহিলাকে যৌন হয়রানী চেষ্টা চালায়। না পেরে তার মোবাইল নাম্বার সংগ্রহ করে তাকে বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিয়ে আসছে। ওই গৃহবধু স্থানীয় ব্যক্তিদেরকে অবগত করে রেখেছেন। এদিকে আরো অনেক মহিলাদেরকেও মেম্বার অদুদ যৌন হয়রানী করছে বলে অভিযোগ উঠেছে। তার যৌন কেঙ্কেকারীর ঘটনার এলাকায় ব্যপক তোলপার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী মেম্বার অদুদের বিরুদ্ধে তদন্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যপারে মেম্বার আব্দুল অদুদ জানান, তার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার করছে। এলাকায় এমন কোন ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *