Shadow

দুই নেতার গোপন আলাপে ভোলার রাজনীতির মাঠে নতুন মেরুকরণ

ভোলা প্রতিনিধি : ভোলার রাজনীতির মাঠে আলোচিত দুই নেতার সম্প্রতি গোপন আলাপের খবর  সামাজিক যোগাোযগ মাধ্যমসহ বিভিন্নভাবে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে তুমুল সমালোচনা। আর এ  খবরে  তৃণমুলে দুই দলের  নেতা কর্মীরাও  হতাশায় নিমজ্জিত। জানাগেছে, ভোলার রাজনীতির মাঠে আ:লীগের শক্তিধর নেতা বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং ভোলা -২ আসনের সাবেক এমপি, বিএনপির নির্বাহি কমিটির সদস্য হাফিজ ইব্রাহীম দুজনেই আলোচিত ব্যক্তি। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। অথচ হঠাৎ করে এ দু ‘জন নেতার গোপন আলাপের খবর জনমনে ঝড় বইতে থাকে। খোঁজ নিয়ে জানাগেছে,সাবেক এমপি হাফিজ ইব্রাহীম ক্ষমতার বাহিরে থেকেও ব্যবসা বানিজ্য চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে। ইতিমধ্য প্রায় দেড়শ কোটি টাকা ব্যায়ে চারটি লঞ্চ নামিয়েছন হাফিজ ইব্রাহীম। লঞ্চগুলো হাতিয়া -মনপুরা-চরফ্যাশন-বেতুয়া রুটে চলাচল করছে। এসব লঞ্চে চাকুরী করছে আ:লীগের প্রায় লোক। আর এই ব্যাবসা পরিচালনা করার জন্য তোফায়েল আহমেদের সাথে আলাপ করেছেন হাফিজ ইব্রাহীম।   অপরদিকে তোফায়েল আহমেদও হাফিজ ইব্রাহীমকে সহযোগিতা করছেন। কারণ ভোলা- ২ আসনে আ:লীগ থেকে নির্বাচন করতে চাচ্ছেন নাজিউরপুত্র ডক্টর আশিকুর রহমান শান্ত। তাই শান্তকে প্রতিহত করার জন্য হাফিজ ইব্রাহীমকে ঢাল হিসেবে ব্যবহার করছেন তোফায়েল আহমেদ। অন্যদিকে হাফিজ ইব্রাহীমের বিরুদ্ধে তৃণমুল নেতা কর্মীদের অভিযোগের অন্ত নেই। তৃণমুল নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করে জানান,বিএনপির দুঃসময়ে হাফিজ ইব্রাহীমের ভুমিকা ছিলো প্রশ্নবিদ্ধ । আন্দোলন সংগ্রামেরর সময় বিএনপির নেতা কর্মীরা যখন মামলা- হামলায় বিপর্যস্ত তখন তাদের খোজ খবর রাখেন নি তিনি।  নিজ খরছেই কর্মীরা জেল জুলম মোকাবেলা করেছেন। বিশেষ করে দলের মধ্যে বিভাজন সৃষ্টি করে রেখেছেন যেন নিজের কোন অর্থ ব্যায় না হয়। এ ক্ষেত্রে কর্মীরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে মারামারি হানাহানিতে লিপ্ত রয়েছে। এদিকে হাফিজ ইব্রাহীম নিজ স্বার্থের জন্য তোফায়েল আহমেদের  সাথে গোপন আলাপের খবর শুনে নেতা কর্মীরা মানুষিকভাবে  ভেঙে পরেছে। সর্বত্র গুন্জন  চলছে যে হাফিজ ইব্রাহীম তার লঞ্চ ব্যবসা নির্বিঘ্নে পরিচালনা করার জন্য এ আসনটি তোফায়েল আহমেদের ভাতিজা বর্তমান সাংসদ  আলী আজম মুকুলকে কৌশলে ছেড়ে দিতে পারেন। গত কিছুদিন পূর্বে বোরহানউদ্দিনে এক বিশাল জনসভায় তোফায়েল আহমেদ হাফিজ ইব্রাহীমের ব্যপক প্রশংসা করেছেন। বিষয়টি নিয়ে এখনো সমালোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *