Shadow

দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের একাদশ অপরিবর্তিত !

স্পোর্টস ডেস্ক,ঢাকা: পেস অ্যাটাক নিয়ে কিছুটা খেদ রয়েছে; তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে একাদশে পরিবর্তন না আনার কথা ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ড কোচ মাইক হেসন।

ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে টাইগারদের ৫৯৫ রানের পাহাড়ে চাপা পড়েও সাত উইকেটের অবিশ্বাস্য জয় তুলে নেয় নিউজিল্যান্ড। কিন্তু মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে পরিবর্তনের আভাস দিয়েছেন ব্লাক ক্যাপস কোচ। ওই সিরিজে পেস ব্যাটারিতে অতিরিক্ত শক্তি যোগ করতে তরুণ পেসার লোকি ফার্গুসনের দিকে নজর রয়েছে মাইক হেসনের।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হওয়া ফার্গুসনকে নিয়ে হেসনের বক্তব্য, “সে অনেক দিন থেকে দারুণ করছে। পরের টেস্টে নিশ্চিতভাবে তার সুযোগ হবে না। কিন্তু তাকে নিয়েও আমাদের পরিকল্পনা রয়েছে।” অন্যদিকে আগামী শুক্রবার থেকে শুরু হতে চলা ক্রাইস্টচার্চ টেস্ট নিয়ে প্রতিপক্ষ দলের কোচের সতর্ক উপলব্ধি, “তারা মানসিকভাবে খুবই আক্রমণাত্মক। আর টেস্টে ভালো শুরু পেলে তারা আমাদেরকে চাপে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। পরের টেস্টে ওই ঘটনা যেন না ঘটে সেদিকে আমাদের নজর রাখতে হবে।”

নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের দল এমনই থাকতে পারে: জিত রাভাল, টম লাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), মিশেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নেইল ওয়াগনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *