Shadow

ধন্য তোমার জন্য

ধন্য তোমার জন্য
নাসরীন
ধন্য মোরা ধন্য
বাংলার বুকে সোনার ছেলে
জন্ম হওয়ার জন্য।
পাকিস্থানির অনাচার
সহ্য নাহি তার।
গর্জে ওঠে বাংলার বুকে
উদ্বুদ্ব করেছিল খালি হাতে
একযোগে দিয়েছে ভাসন।
উচ্চ কন্ঠে এক ডাক
যার,যা কিছু আছে
চলে এসো,আমার পাশে।
বুকের রক্ত ঢেলে
শৃংখল মুক্ত করে
বিজয়ের পতাকা হাতে
ফিরব ঘরে।
পিছ পা হবার জাতি
আমরা নই
ওদের ধবংশ নিশ্চই।
বহু দিনের অপেক্ষায়
ত্যাগের সুখ্যাতি
অবশেষে ইউনেস্কের স্বীকৃতি।
জাতী আজ বলিয়ান
মুখরিত জনতা দিকে দিকে
আনন্দের স্লোগান।
দেখো পাকিস্থানি!
বিশ্ব প্রামান্যের দ্বারে 
উচ্চ শিরে আছে মুকুট পড়ে।
ধন্য মোরা ধন্য,
ধন্য মুজিবের জন্য।
তং২৫-১১-১৭ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *