Shadow

বুলবুল কলেজে পরীক্ষার্থীদের রুমে কেরানিকে দিয়ে বারবার চলছে গা সার্চ, ক্ষোভের মুখে সাধারণ শিক্ষার্থীরা  l

পাবনা জেলা প্রতিনিধি : সারাদেশের ন্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পাবনার শহীদ বুলবুল কলেজও ২০১৭ সালের নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, গ্রেট উন্নয়ন ও সি জি পি উন্নয়ন( নতুন সিলেবাস) এম এ, এম এস সি, এমবিএ, এম মিউজ, শেষ পর্ব আইসিটি সহ পরীক্ষা ২২/০৬/২০১৯তারিখ রোজ শনিবার হতে অনুষ্ঠিত হচ্ছে। এতে পাবনার শহীদ বুলবুল কলেজে আনুমানিক (১ হাজার থেকে ১২০০) জন পরীক্ষার্থী সরকারি এডওয়ার্ড কলেজ থেকে পরীক্ষা দিতে এসেছে। যারা পরীক্ষা দিতে এসেছে তাদের প্রত্যেককেই গেট থেকে শুরু করে রুমে স্যার থাকা অবস্থায় একজন কেরানি দ্বারা আমাদের পকেট, সারা শরীর সার্চ করছে এবং একবার নয় বারবার। গেটে প্রবেশের সময় একবার রুমের মধ্যে বারবার। পরীক্ষার্থীদের স্যারদের সামনে কেরানিদের এরূপ দূর ব্যবহারের কারণে আমাদের লিখার মনোযোগ হরিয়ে যাচ্ছে। এজন্য অসহায় সাধারণ পরীক্ষার্থীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।ক্ষোভ প্রত্যাশীরা হলেন – সমাজবিজ্ঞান  বিভাগের – আরিফ, রহিম, একা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের- ইদ্রিস,লাকি,ফারুক। অর্থনীতি বিভাগের- নজরুল ইসলাম ফারুক ও তানিয়াসহ অনেকেই। এছারাও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্র /ছাত্রী বলেন-আমাদের কি কোন মূল্য নেই? আমাদের কি কোন ব্যক্তি স্বাধীনতা নেই? আমরা পরীক্ষায় অসাদুপায় অবলম্বন না করে পরীক্ষা দিতে চাই। তারা আরো বলেন যেখানে বাংলাদেশের সর্বশেষ শিক্ষা ব্যবস্থার ছাত্র-ছাত্রীদের কে এই ভাবে নাজেহাল হতে হচ্ছে। তাহলে শিক্ষার মূল্য রইলো কই। এই কাজ কি কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাথে করতে পারে। যেখানে একজন কেরানির কাছে আমাদের লাঞ্ছিত হতে হচ্ছে । তাহলে সরকার শিক্ষার্থীদের বেতন দেন কেন বা শিক্ষার্থীদের ডিউটি রুমে থাকার কি প্রয়োজন। অহেতুক শিক্ষকের সামনে এসে সার্চ করে। মাননীয় শিক্ষা মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করে পরিতান চেয়েচেয়েছেন বুলবুল কলেজে পরীক্ষা দিতে আসা সাধারণ মেধাবী পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীরা আরও বলেন – বাকি দিনগুলোর পরীক্ষা আমরা সুষ্ঠ ও সুন্দর ভাবে দিতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *