Shadow

ভোলায় মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরলো ৫৫ মাদক ব্যবসায়ী

ভোলা প্রতিনিধি ॥ ভোলায় আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এলো ৫৫ জন মাদক ব্যবসায়ী ও সেবীরা। বুধবার (১৮ অক্টোবর) বিকেলে ভোলা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ, কমিউনিটি, বিট পুলিশিং ও আত্মসমর্পণ অনুষ্ঠানে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামের কাছে তারা আত্মসমর্পণ করেন। অনুষ্ঠানে মাদকসেবী ও ব্যবসায়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। এসব মাদক ব্যবসায়ীদের পুর্নবাসিত করা হবে।
এরমধ্যে ভোলা সদরে ১৪ জন, দৌলতখানে ৪ জন, বোরহানউদ্দিনের ৮ জন, লালমোহনে ৪ জন, চরফ্যাশনে ১১ জন, মনপুরায় ২ জন, তজুমদ্দিনে ৪ জন, শশীভুষণের ৪ জন, দক্ষিণ আইচা থানার ৪ জন।
ভোলার পুলিশ সুপার মো: মোকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন- বরিশাল রেঞ্জের ডিআইজি মো: শফিকুল ইসলাম। গেস্ট অব অর্নার হিসেবে উপস্থিত ছিলেন- সিনিয়র জেলা ও দায়রা জজ মো: ফেরদৌস আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: সেলিম উদ্দিন, কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যপ্টেন মোসায়েদ, ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস মোহাম্মদ ইউনুস, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *