Shadow

রামগতিতে বসতবা ড়ীর পুকুর থেকে মাছ লুটের অভিযোগ l

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে নিজ মালিকীয় ও দখলীয় বসত বাড়ীর পুকুর থেকে প্রকাশ্য দিবালোকে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকালে চর আলেকজান্ডার ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সুজন গ্রামের চৌহল্লা মালেগ বাড়ীর মিজান মাষ্টারের পুকুর থেকে এ লুটের ঘটনা ঘটে।
জানা যায়, মিজানুর রহমান আলেকজান্ডার আরসি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার সহধর্মীনী একই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকার সুবাধে তারা পৌর আলেকজান্ডার বাসা করে থাকেন।
মিজানের পরিবার বাড়ীতে না থাকার সুযোগে স্থানীয় বখাটে আবদুল মুনাফের ছেলে আ:রব, মোফাজ্জলের ছেলে মাসুম ও নুরনবীর ছেলে শাহে আলমসহ আরো ৫/৬ জন মিলে ঘটনার দিন ভোররাত থেকে পাম্প মেশিন লাগিয়ে পানি সেচ করে প্রায় ৩ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায়।
ভূক্তভোগী মিজানুর রহমান জানায়, আমরা বাড়ীতে না থাকার সুবাধে এলাকার চিহ্নিত অপরাধী চক্রের সদস্য আ: রব, মাসুম, শাহে আলমসহ কয়েকজন মিলে আমার নিজ মালিকীয় ও দখলীয় মাছর চাষ করা পুকুর থেকে প্রায় ৩ লক্ষ টাকার মাছ লুটে নিয়ে যায়। এ ঘটনার প্রেক্ষিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *