Shadow

রামগতি দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে নানান কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে দূর্যোগ প্রস্তুতি দিবস -২০১৮।
এ উপলক্ষ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস আয়োজন করে শিক্ষার্থীদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা।
শনিবার (১০ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিটা হেলথ এইজ ইন্টা: ও সিপিপি এর সহযোগীতায় অনুষ্ঠিত হয় বর্নাঢ্য র‌্যালী। র‌্যালীটি দূর্যোগ প্রস্তুতির নানান উপকরন প্রদর্শন করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আমান উল্যার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো: ইউসুফ আলী। বক্তব্য রাখেন চর রমিজ ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার, সিপিপি রামগতি কমলনগর টিম লিডার মো: মাঈন উদ্দিন, বিটা সদস্য আ: রহিম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *