Shadow

রামগতি সচেতনতামূলক র‌্যালী

রামগতি, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে “ উদ্যমে উত্তরণে শত কোটি’র বিপ্লব ” শ্লেগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে সচেতনতামূলক র‌্যালী।
বেসরকারী উন্নয়ন সংগঠন নিজেরা করির উদ্যেগে রোববার (২৫ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় রামগতি পৌরসভার আলেকজান্ডার বালিকা বিদ্যালয়ে প্রাঙ্গণ থেকে সাইকেল র‌্যালির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিজেরা করি বিভাগীয় সংগঠক ইব্রাহিম খলিল, উপজেলা সমন্বয়কারী মমতাজ বেগম, ভূমিহীন সংগঠক মো: ছিদ্দিক , গিয়াস উদ্দিন প্রমূখ।
র‌্যালীতে অংশ নেয় আলেকজান্ডার পাইলট বালিকা বিদ্যালয়, আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শ্লোগান সম্বলিত টি-শার্ট পরা শতাধিক শিক্ষার্থী সাইকেল র‌্যালিতে অংশ নেয়।
র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রায় ২ কি:মি: পথ অতিক্রম করে উপজেলা পরিষদে মিলিত হয়।
পথিমধ্যে তারা দুটি স্থানে র‌্যালির দুজন দলনেতা সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের কাছে তারা , নারীর ক্ষমতায়ন, যৌতুক, বাল্যবিয়ে, লিঙ্গ বৈষম্য দূরীকরনের সংগ্রামে এক সাথে নারী- পুরুষ উদ্যমে উত্তরণে নতুন বিশ্বে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তাদের বক্তব্য তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *