Shadow

লামায় ৫০ লিটার দেশীয় মদ উদ্ধার।

চাইথোয়াইমং মারমা রুদ্র বান্দরবান জেলা প্রতিনিধি  : রোজ মংগলবার লামাতে অাজিজনগর স্থান হতে ক্ষুদ্র নৃগোষ্ঠী পাড়ার মিসেস মিশু মারমা নামক ঘরে  তল্লাসী চালায়, উপজেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট  মো সায়েদ ইকবাল সহ চট্রগ্রামের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরর অতিরিক্ত পরিচালক জনাব ফজলুর রহমান,উপ-পরিচালক একে এম শওকত ইসলাম সহ নেতৃত্বে এবং অাইন শংখলা বাহিনী নিয়ে সরেজমিনে গিয়ে ঐ অাজিজনগর ইউনিয়নের পাহাড়ী অাদিবাসী মারমা পাড়ায় অভিযান চালিয়ে দেশীয় মদ এবং মদ চোলাই তৈরি সরঞ্জাম সহ  পাচার উদ্যশে   জমা রাখা হাতেনাতে ঘর হতে ৫০লিটার দেশীয় মদ উদ্ধার করা হয় বলে উপজেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট সত্যতা নিশ্চিত করেন। তারপর উদ্ধার কৃত দেশীয় মদ গুলোকে ধবংস করা হয়।সাথে সাথে মাদক দ্রব্য অাইনুযায়ী ভ্রাম্যমাণ অাদালত মিসেস মিশু মারমা কাছ থেকে পাচঁ হাজার টাকা জরিমানা অাদায় করা হয়।তাকে এবার জন্য মাফ  দেয়া হয়। নিবার্হী ম্যাজিস্ট্রেট জানান,ভবিষ্যতে যদি এই ধরনের অবৈধ ভাবে দেশীয় মদ উৎপাদন পাচার করা হলে কঠোর অাইনের শাস্তি প্রদান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *