Shadow

শিগ্রই আসছে আগামী বই মেলায় জান্নাতুল ফেরদৌসি কামনা এর “অনাগত ভ্রূণ বলছি”

               কবিতা 

অনাগত ভ্রূণ বলছি

জান্নাতুল ফেরদৌসি কামনা

 

 

আমি অনাগত ভ্রূণ বলছি-

নির্যাতিত যন্ত্রণাকাতর রোহিঙ্গা নারীর অনিরাপদ গর্ভাশয় থেকে ৮০ হাজার ভ্রূণ বলছি।

পৃথিবীর স্নিগ্ধ বায়ুতে বুকভরে অক্সিজেনের শ্বাস নেওয়ার আগে,

কেন আজন্ম অভিশপ্ত আমরা?

আলোময় ভুবনে দুচোখ মেলে তাকানোর আগে,

কেন কারাগারে দণ্ডিত আমরা?

স্বদেশ থেকে বিতাড়িত, নির্যাতিত, অবহেলিত আমরা ৮০ হাজার নিষ্পাপ অপরাধী বলছি-

কোন অপরাধে মানবতার আদালতে সাজাপ্রাপ্ত অনাগত আসামি আমরা?

কেন অনিশ্চিত ভবিষ্যৎ আমাদের?

পথ প্রান্তরে অবহেলায় অনাদরে পশুর ন্যায় জন্ম নেওয়া ভ্রূণ বলছি-

কেন লাঞ্চিত আমার মা বোন?

কেন ঝলসিত আমার পরিবার?

মাইন বিস্ফারণে আহত মায়ের কোল থেকে বলছি-

উন্নত বিশ্বের উন্নত নাগরিকের মত কেন নেই মুসলিম রোহিঙ্গা শিশুর জন্মগত অধিকার?

আমাদের অপরাধ আমরা মুসলিম রোহিঙ্গা পিতার শুক্রাণু থেকে সৃষ্টি!

আমাদের অপরাধ আমারা রোহিঙ্গা মায়ের গর্ভাশয়ে বেড়ে ওঠেছি!

পৃথিবীর উন্নত জাতির মানব শিশুর শিরায় উপশিরায় যে লালচে রক্ত বহমান,

মুসলিম রোহিঙ্গা নারীর ঔরসজাত সন্তানের একই রক্ত প্রবাহমান।

সময়ের স্রোতে আবহমান নানান জাতির প্রকারভেদ মানবতার আদালতে প্রশ্ন রেখে যাই-

তবে কিসের ধর্মবর্ণ ভেদাভেদ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *