Shadow

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের মানববন্ধন ।

লক্ষ্মীপুর, প্রতিনিধিঃ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২আগষ্ট) সকাল ১১ঘটিকার সময় লক্ষ্মীপুর প্রেসক্লাব চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষীপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন (অব:) মুহা. ইব্রাহীম এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাও: ইমরান হোসাইন এর সঞ্চালনায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবীতে মানববন্ধন উক্ত অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ক্যাপ্টেন (অব:) ইব্রাহিম তার বক্তব্যে বলেন- দীর্ঘ সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অনীহা সৃষ্টি হয়েছে। কিশোর অপরাধ বৃদ্ধি পাচ্ছে। ‌বেসরকারি শিক্ষকদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। বারবার লকডাউন এর ফলে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। করোনা প্রতিরোধ ও জনগণের জীবন জীবিকার নিশ্চয়তা প্রদানে সরকারের অবহেলা প্রকাশ পেয়েছে। গণ চাহিদা পূরণে সরকার চরমভাবে ব্যর্থ। তিনি অনতিবিলম্বে যথাযথ প্রক্রিয়ায় সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি মাও: মহিউদ্দিন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মাও. আ হ ম নোমান সিরাজী, শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি ডাঃ নাছির আল বানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর থানার সভাপতি মাও. মাহবুবুর রহমান, ইশা ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মুহা. তানভীর হোসাইন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *