Shadow

সুন্দরবনের জীব-বৈচিত্র্য রক্ষায় ৭৬০ কোটি টাকার প্রস্তাব

খুলনা : সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য ও জীব-বৈচিত্র্য রক্ষাসহ চলমান প্রকল্পে ২০১৫-১৬ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) অতিরিক্ত ৭৬০ কোটি টাকার প্রস্তাব করেছে পানি সম্পদ মন্ত্রণালয়।

সম্প্রতি পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বরাবর এই প্রস্তাব করেন বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিজনেস মিররকে জানিয়েছেন।

প্রস্তাবে আনিসুল ইসলাম মাহমুদ পরিকল্পনা মন্ত্রীকে জানান, সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য ও জীব-বৈচিত্র্য রক্ষায় সুন্দরবনের ভেতর দিয়ে চলাচল করা নৌযান মংলা-ঘষিয়াখালী চ্যানেল দিয়ে চলাচল করবে। সেই লক্ষ্যে ‘বাগেরহাট জেলার ৮৩টি নদী, খাল পুনঃখনন এবং বিভিন্ন স্থানের পলি অপসারণ করতে হবে। যাতে করে চ্যানেলটির নাব্যতা বৃদ্ধি পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *