Shadow

স্বার্থের সময় কাজী ,স্বার্থ পুড়ালে নাই মিয়াজী l

এই বাংলাদেশে যত সংগঠন নেতা এই পর্যন্ত দেখলাম সবাই নিজের স্বার্থের জন্য দল ভারী করে সেটা হোক সাংবাদিক সংগঠন, ফোরাম , মানবাধিকার ,এসোসিয়েশন বা কোনো রাজনৈতিক দল মুখে সততার ভুলি আর ভিতরে ভিন্ন এক মানুষ আসলে সব মিলিয়ে এই দেশটা যেন,একটা স্বার্থের চিড়িয়া খানা lজীবনের অনেক গুলো সময় সংগঠনের পিছনে ব্যায় করেছি হাজারো ধন্যবাদ বাহবা পেয়েছি ,সাথে আরো অনেক গুলো পুরুস্কার পেয়েছি lবিশেষ সম্মাননা,শ্রেষ্ঠ সংগঠক এওয়ার্ড ,সমাজ সেবক এওয়ার্ড ,একুশে পদক আর  হাততালি ল কিন্তু এই ছাড়া সংগঠন ,সমাজ আমাকে কিছুই দিতে পারেনি lবলতে খুব কষ্ট হচ্ছে ,বিপদে আমার আপন জনেরা ছাড়া এই সংগঠন ,সমাজের কেউ পাশে দাঁড়ায়নি l

তাই আমার সাথে ….

” সকল সংগঠনকে না বলুন”

একটু গুড়ে দাঁড়ান  কয়েক দিনের মধ্যে আপনার এলাকায় গড়ে তুলুন একটি বন্ধু ফোরাম l  আর বাড়িতে সবাইকে নিয়ে করুন ফেমিলি ফোরাম ঐ সকল সংগঠনের পিছনে ৫০০ (পাশ )শত টাকা ভর্তি ফি বা অন্যান্য বাবত ব্যায় না করে l ৫০০ (পাশ )শত টাকা নিয়ে বন্ধু ফোরামের সবাই মিলে সমন্বয় করে টাকা দিয়ে আজকের জমজমাট আপ্পায়নটা করুন l আর বাকি টাকা দিয়ে মিষ্টি বা অন্য কিছু ফেমিলি ফোরামের জন্য কিনে নিয়ে যান বাসায় সবাই খুব আনন্ধ উপভোগ করবে l

ভেবে দেখুন,সাংবাদিকতা আর যাই করেন,

আপনার যদি সততা ও সাহস থাকে ,

“আপনি একlই একশো”

মনে রাখবেন আপনার জীবনের বাকি সময় গুলো খুব মূল্যবান l  যদি পারেন পরিবার অর্থাৎ ফেমিলি ফোরাম আর নিজের জন্য কিছু করুন lতাদের জন্য কিছু করলে সেটাই আপনার কাজে আসবে

সত্য আজ সমাগত ,

মিথ্যা আজ বিতাড়িত ,

সত্য আজ অভিসম্ভাবী l

আমার কথা গুলো যদি যুক্তি সঙ্গত হয় ,তাহলে lলাইক শেয়ার ও মন্তব্য করুন l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *