Shadow

হাজির হাট মিল্লাত একাডেমী’র ২০০১ ব্যাচের পূনমির্লনী উৎসব পালিত

আমজাদ হোসেন আমু,কমলনগর(লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে একমাত্র বড় বিদ্যাপিট হাজির হাট সরকারী মিল্লাত একাডেমী। দীর্ঘ ১৮ বছর পর অর্থ্যাৎ ২০০১ ব্যাচ ছাত্র-ছাত্রীদের পূণমির্লনী উৎসব পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্কুল হল রুমে সব ছাত্র-ছাত্রীদের এ পূণমির্লনী উৎসব অনুষ্ঠিত হয়।
এ মিলন মেলায় সব মিলিয়ে যেন ফুল ফোটেছে। সবাই যার যার মত নিজেদের সাজিয়েছে ভিন্ন আঙ্গিকে। সবাই নিজের অনুভূতি গুলো এক এক করে সাজিয়ে-গুছিয়ে উপস্থাপন করেন। এ পূণমির্লনী উৎসব হয়ে ওঠে স্মৃতিচারণের গভীর মুহুর্তের প্রতিক। সবাই একই ফ্রেমে ক্যামেরা বন্ধি হয়েছে। এ ক্যামেরা বন্ধি ফ্রেম শত বছরের স্মৃতিতে পরিনত হয়েছে।
হাজির হাট মিল্লাত একাডেমী ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৭৫ বছর পর এটি সরকারী স্কুল হিসেবে পুরোপুরি স্বীকৃতি লাভ করে। এরা ছিল  ২০০১ সালের ব্যাচ। ২০০১ সালে প্রথম গ্রেড পদ্ধতি চালু হয়। এ ব্যাচে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা গ্রেড পদ্ধতিতে  অনেক ভালো রেজাল্ট করেন। এ ব্যাচ থেকে পাশ করা ছাত্র-ছাত্রীরা দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে নিজেদের গড়ে তোলেন বিভিন্ন  প্রতিষ্ঠানের বড় বড় পর্যায়ে। কেউ হয়েছে ব্যাংকার, শিক্ষক, ট্রেইনার, এডভোকেট, ব্যবসায়ী। এছাড়াও কেউ হয়েছে উদ্যোক্তা। তবে কেউ যেন পিছিয়ে নেই। সবাই সবার মত প্রতিষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন , স্কুল প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. জামাল হোসেন, সহকার প্রধান শিক্ষক মো.সিরাজুল হক, রামকৃষ্ণ দাস,শ্যামল দাস,মোঃ নুরুজ্জামান, মোঃ বেলাল হোসেন। এছাড়াও ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন,  মো. জাহাঙ্গীর আলম,মো. নুরুল ইসলাম, মো. নুরুল আলম,মনির উদ্দিন নাবলু, হারুনুর রশিদ,খাইরুল এনাম রাব্বি, মো. রাসেল হোসেন,মো. শিহাব, আকবর হোসেন, রহিমা বেগম সহ প্রমুখ।
প্রয়াস নিউজ / টি 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *