Shadow

টেবুনিয়া-চাটমোহর সড়কের বেহাল দশায় যাত্রীদের ভোগান্তি চরমে।

পাবনা জেলা প্রতিনিধি : টেবুনিয়া -চাটমোহর সড়কের বেহাল দশায় ভোগান্তিতে সাধারণ মানুষ। প্রয়োজনীয় সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

দীর্ঘ দিন এই সড়কটি খানাখন্দে পরিণতি হলেও সংস্কার ও মেরামতের অভাবে সড়কের উপরাংশের কার্পেটিং,শিলকেট,এবং মেগাডম উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

একটু বৃষ্টিতে সড়কের গর্তে পানি জমে থৈ থৈ করে। শুল্ক মৌসুমে কোনো রকম চলাচল করা গেলেও বর্ষাকালে চলাচলকারিদের ভোগান্তি চরম আকার ধারন করে। ঠিক সময়ে সড়কটি মেরামত না করায় এই বেহাল দশার সৃষ্টি হয়েছে। সড়কের এই অবস্থা থাকলে এক সময় সড়কে যাত্রীবাহী সিএনজি, পিকআপ, রিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল করলেও সড়কের ব্যাপক ক্ষতির কারণে এখন হেঁটে যাতাযাতকারিদের চলাচল করতে হয় প্রায়ই। টেবুনিয়া বাজারের মধ্যে সড়কটির অবস্থা একেবারেই নাজুক।

একদিকে যেমন জানজট অন্য দিকে সড়কটি খানাখন্দের কারণে চলাচল দূরাহ হয়ে পড়েছে। স্থানীয় বাজার ব্যবসায়ীরা জানান, সড়কটির এই দূরবস্থার কারণে সৃষ্টি দূভোর্গের কথা উধবর্তন কর্তৃপক্ষ দেখেও যেন না দেখায় সড়কটি মেরামতের কোনো পদপেক্ষ গ্রহণ করেন না।

তাদের দাবি বড় বড় গর্ত সহ সড়কটি দ্রুত সংস্কার করা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *