Shadow

জলঢাকায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করছে থানা পুলিশ।

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা থানা পুলিশ গতকাল বুধবার সন্ধায় উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের পশ্চিম গোলমুন্ডা ধুমপাড়া জৈনিক এবিএম নুরুজ্জামান আবু বসত বাড়ির সামনে থেকে দুই ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। জানাগেছে,উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর চর ভরট ক্যানেলের পাড় নামক স্হান থেকে গোলমুন্ডা বাজারের দিকে মাদকদ্রব্য ৫২বোতল ফেন্সিডিল বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবিরের নির্দেশক্রমে মাদকদ্রব্য উদ্ধারকালীন বিশেষ অভিযান এসআই পলাশ অধিকারীর নেতৃত্বে এএসআই, শাহানুর,এএসআই মেজবাহুল রহমান,এএসআই রেজাউল সঙ্গীয় ফোর্সসহ পশিম গোলমুন্ডা ধুমপাড়াএলাকায় অভিযান চালিয়ে ৫২বোতল ফেন্সিডিল,বহনকারী একটি বাজাজ মোটর সাইকেল সহ উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের হলদীবাড়ি জুম্মাপপাড়া এলাকার মৃতঃ আব্দুল লতিফের ছেলে শাহিনুর ইসলাম(৩৮)ও পার্শ্ববর্তী ডিমলা উপজেলা ঝুনাগাছচাপানী ইউনিয়নের দক্ষিন সোনাখুলী হাজীপাড়া এলাকার নুরুজ্জামানের ছেলে সিরাজুল ইসলাম(২৬)কে আটক করে।এসময় জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুন আবাসন এলাকার নুর বকস এর ছেলে অলিয়ার রহমান(৪০) নামের অপর এক মাদক ব্যাবসায়ী কৌশলে পালিয়ে যান।তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ এর (১) টেবিলের ১৪(গ)/৪১ধারায় মামলা রুজু হয় মামলা নং-১৭,তাং-২৩/০৯/২০২১ইং আজ বৃহস্পতিবার দুই মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।পলাতক মাদক ব্যাবসায়ীকে ধরার চেষ্টা অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *