Shadow

আদালত চত্বরে বিচারপ্রার্থীকে ছুরিকাঘাত করে লাখ টাকা ছিনতাই। 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর আদালত চত্বরে নোমান হোসেন দুলাল (৪০) নামের এক বিচারপ্রার্থীকে ছুরিকাঘাত করে এক লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আদালতে উপস্থিত বিচারপ্রার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কোর্ট পুলিশের পরিদর্শক দুলাল কিশোর মজুমদার।

আহত দুলাল সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর স্বজনরা জানান, সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পারিবারিক বিরোধ নিষ্পত্তির তারিখ ছিল। সকালে দুলাল ও তার ভাই বেলায়েত হোসেন রিপন আদালতে আসেন। বিরোধ নিষ্পত্তির ঘটনায় পূর্বনির্ধারিত আড়াই লাখ টাকা ছিল তাদের সঙ্গে। এর মধ্যে দুলালের কাছে এক লাখ ও রিপনের কাছে দেড় লাখ টাকা ছিল। ঘটনার সময় প্রাকৃতিক ডাকে (প্রস্রাব) সাড়া দিতে গেলে অজ্ঞাত দুই যুবক দুলালের ওপর হামলা করে পকেটে থাকা টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এতে দুলাল চিৎকার দিয়ে তাদের বাধা দেন। এক পর্যায়ে ছুরিকাঘাত করে হামলাকারীরা দুলালের কাছ থেকে টাকাগুলো নিয়ে পালিয়ে যান। পরে রিপনসহ আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগী নোমান হোসেন দুলাল বলেন, অচেনা দুই যুবক আমার ওপর হামলা করে পকেটে থাকা এক লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় তারা আমার হাতে ছুরি দিয়ে আঘাত করে।

কোর্ট পুলিশ পরিদর্শক দুলাল কিশোর মজুমদার বলেন, আহত দুলালকে নিয়ে এসে প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি আমাকে জানিয়েছে। আমি তাৎক্ষণিক আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করেছি।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ভুক্তভোগীরা থানায় এসেছেন। মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *