জলঢাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কার্যদিবস শুরু।
মোঃ মশিয়ার রহমান,,নীলফামারী : নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় (১৬নভেম্বর) বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কার্যদিবস শুরুতে মুক্তিযোদ্ধাদের নিয়ে কমপ্লেক্স ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জলঢাকা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম.এ মনসুর আলী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এহসানুল হক চানু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহবায়ক আসাদুজ্জামান এস্টালিন। আলোচনায় মুক্তিযোদ্ধাদের একত্রিত হয়ে সরকারের সমর্থনে কাজ করার আহবান...