লক্ষ্মীপুরে মানবাধিকার বিষয়াক আলোচনা সভা |
কমল নগর,লক্ষ্মীপুর প্রতিনিধি : আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্হা লক্ষ্মীপুর জেলা কর্তৃক আয়োজিত মানবাধিকার বিষয়াক আলোচনা সভা |লক্ষ্মীপুর তমিজ মার্কেট ইসলামিক ইন্টার ন্যাশনাল স্কুলে গত ০৩ মার্চ বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয় | উক্ত সভায় সভাপতিত্ব করেন চৌকস স্টাফ রিপোর্টার অদ্যাপক আজিজুর রহমান আযম বক্তব্য রাখেন মিজানুর রহমান চৌধুরী , সেডো সংসার নির্বাহী পরিচালক মো :হোসেন চৌধুরী, মো :মঞ্জুর হোসেন মঞ্জু ,এডভুকেট আব্দুল গফুর ,সোহরাব হোসেন , প্রয়াস সংসার নির্বাহী পরিচালক ও প্রয়াস নিউজ এর সম্পাদক মো :আনোয়ার হোসেন, সি ডব্লিউ ডি এ সংসার নির্বাহী পরিচালক পারভীন হালিম ,জোবেদা বেগম শিল্পী ,শেখ মনির হোসেন, চৌকস পত্রিকার কমল নগর প্রতিনিধি মাহফুজুর রহমান প্রমুখ |আলোচনায় বক্তারা শিগ্রই লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণা করবেন বলে একমত পোষণ করেন |...