রামগতিতে ৫০মণ জাটকা জব্দ, ৩ জনের জরিমানা
রামগতি প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে এক ট্রাক (প্রায় ৫০ মণ) জাটকাসহ জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। পরে আটক ৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ ফেব্রুয়ারি ) দুপুরে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শফি কামাল আটকৃতদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। এ সময় জব্দকৃত জাটকা এতিমখানা ও স্থানীয় গরীব-অসহায়দের মাঝে বিতরণ করেন ।
জরিমানাকৃতরা হলেন কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের শরিফ উদ্দিনের ছেলে বাহার হোসেন (২৭), রামগতি উপজেলার সুজন গ্রামের আজাদ উদ্দিনের ছেলে আক্তার হোসেন (১৬) ও একই গ্রামের আবদুস সালামের ছেলে ফিরোজ (৩৫)। তারা জাটকা পরিবহনের সাথে জড়িত ছিলেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাতে রামগতির পৌর আশ্রম এলাকা থেকে ১ট্রাক (প্রায় ৫০ মণ) জাটকাসহ ৩ ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ...