কমলনগরে ছাত্রী লাঞ্জনাকারী শিক্ষকের অপসারণের দাবীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, স্কুলে তালা
কমলনগর(লক্ষ্মীপুর)সংবাদদাতা:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা হাজিরহাট মিল্লাত একাডেমীতে ছাত্রী লাঞ্জনাকারী শিক্ষক মিহির দাসের অপসারণের দাবীতে ক্লাস বর্জন ও শ্রেনী কক্ষে তালা লাগিয়েছে ছাত্র ছাত্রীরা।
(আজ) রবিবার সকাল ১০টায় মিল্লাত একাডেমীতে এ শ্রেনী কক্ষে তালা দেওয়ার ঘটনা ঘটে। চলতি বছরের ফেব্রুয়ারী মাসে শিক্ষক মিহির দাস ঐ স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রীকে লাঞ্জিত করেন।
লাঞ্চনার শিকার ছাত্রী জানায়, শিক্ষক মিহির দাসের নিকট ইংরেজী বিষয়ে প্রাইভেট পড়তে গেলে ঐ সময় কোন শিক্ষার্থী না থাকায় সে আমার শীলতাহানীর চেষ্টা করে। আমি কোন রকমে তার কবল থেকে পালিয়ে আসি এবং আমার অভিভাবককে বিষয়টি জানাই। লজ্জায়, অপমানে দীর্ঘ ৪ মাস স্কুলে যেতে পারছি না।
ছাত্রীর চাচা জানান, আমরা পরিবারের পক্ষ থেকে বিষয়টি সভাপতিকে লিখিত ভাবে জানাই। সভাপতি আশ্বস্ত করেছেন তিনি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন। তাই আমরা আইনি ব্যবস্থা নেই ন...