ভোলায় ৫ সন্তানের জননীকে গলাকেটে হত্যা
ভোলা প্রতিনিধি ॥ ভোলায় ঘুমন্ত অবস্থায় ৫ সন্তানের জননীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে পূর্ব ইলিশা ইলিশা ৩নং ওয়ার্ডের সাজি বাড়ীতে এই ঘটনা ঘটে। নিহত কুলসুম বেগম ওই এলাকার তছির সাজীর স্ত্রী ও ৫ সন্তানের জননী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবেশী সিদ্দিক বেপারীগংদের সাথে দীর্ঘদিন যাবৎ জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধে দুই পক্ষেরই মামলা চলমান। ওই মামলায় নিহত কুলসুম বেগমের স্বামী তছির সাজী ও শ্বশুর কাদির সাজী পলাতক রয়েছে এবং বড় ছেলে হানিফ ছিলেন নদীতে, মেজো ছেলে থাকেন ঢাকায়। ছোট মেয়ে ও ছেলে কে নিয়ে প্রতিদিনের মত রাতে ঘুমিয়ে পড়েন কুলসুম। সকাল বেলায় ছোট দুই শিশু ঘুম থেকে উঠে দেখেন মায়ের গলাকাটা। শিশুদের ডাক চিৎকারে মুক্তা নামের এক স্বজন এগিয়ে এসে দেখেন গলাকাটা অবস্থায় পড়ে আছে কুলসুম। পরে খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে জানালে, পুলিশ এসে লাশ উদ্ধার করে ভোলার মর্গে পাঠি...