বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাকে সংবর্ধনা দিলো ভোলা পুলিশ
এম. শরীফ হোসাইন, ভোলা ॥ ভোলা জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের বীর মাতা মোসাম্মৎ মালেকা বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩০ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় ভোলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
সভায় ভোলা জেলা পুলিশ সুপার মোকতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল হালিম, সদর উপজলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম বিপ্লব, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, জেলা আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এবং চেম্...