হোটেলে যাচ্ছে মৃত ছাগল!
জেলা সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি হাটে বিক্রি হচ্ছে মৃত ছাগল! আর এসব ছাগল স্বল্পমূল্যে কিনে নিচ্ছে রাজশাহীসহ আশপাশের কয়েকটি জেলার অসাধু হোটেল-মালিকরা!
অনুসন্ধানে জানা গেছে, এলাকার ছাগল-ব্যবসায়ী ও রাজশাহীর বড় মাপের কিছু অসাধু ব্যবসায়ী রোগে আক্রান্ত হয়ে মরে যাওয়া ছাগল বিক্রি করছে।
শীত-মৌসুমে গ্রামের বেশিরভাগ ছাগল বিভিন্ন ভাইরাস রোগে আক্রান্ত হচ্ছে। এসব অসুস্থ ছাগল বিক্রির জন্য হাটে নিয়ে যাওয়ার পথে মারা গেলে সেগুলোর গলায় চালানো হচ্ছে ছুরি। পরে গোপনে প্লাস্টিকের বস্তায় করে হাটে নিয়ে ওজন দিয়ে বিক্রি করা হচ্ছে। আর প্রথম দফায় সেগুলো কিনছে রাজশাহী থেকে ছোট-বড় ট্রাক নিয়ে আসা অসাধু ব্যবসায়ীরা। পরে সেগুলো চলে যাচ্ছে হোটেলে।
শিবগঞ্জ উপজেলার চামারহাটে গিয়ে দেখা মেলে মৃত ছাগলের গলাকাটা কয়েকটি দেহ। তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় রাজশাহী থেকে আসা প্রায় ...