গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা পাচ্ছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের আমলে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ৩১ তলা বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে দেশের পত্রপত্রিকা আর টিভি চ্যানেলে সাংবাদিকরা আলোচনা-সামালোচনা করতে পারত না।
‘গণতন্ত্রের যেমন নীতিমালা আছে, তেমনি সাংবাদিকদের জন্যও নীতিমালা আছে’- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এমন উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকদের সেই নীতিমালার মেনে চলতে হবে। সুবিধা ভোগ করবেন, তবে দায়িত্ব পালন করবেন না তা হবে না।
তিনি বলেন, সংবাদপত্রকে এবং সাংবাদিকদের যত রকম সুবিধা দেয়া যায়, সব ব্যবস্থা আমরা করেছি। এতোগুলো মিডিয়াতে কর্মসংস্থান হচ্ছে। উন্নয়নে অনেকগুলো পদক্ষেপ নিয়েছি।...