ভোলা পশ্চিম ইলিশা ইউনিয়নের সচিবের নেতৃত্বে ৪৮ টন রেশনের চাল গায়েব ।
মীর মোহাম্মদ গিয়াস উদ্দিন : ভোলা সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের সচিবের নেতৃত্বে সেপ্টন্বর মাসের ১৬২২ জনের ১০ টাকা দরের রেশন কার্ডের ৪৮ টন চাল গায়েব করার অভিযোগ পাওয়া গেছে। ওই ইউনিয়নের সচিব মোঃ আবু জাফর বিপ্লব কৌশলে ওই চাল গায়েব করেন। এ ঘটনায় ওই ইউনিয়নে কার্ডদারীদের মধ্যে রবিবার থেকে উত্তেজনা বিরাজ করছে। তারা সচিবের বিচারের দাবীতে ফুসে উঠেছে। ইউনিয়নের ৯ সদস্যসহ এলাকার লোকজন -জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও আওয়ামীলীগ নেতাদের কাছে আবেদন করেছেন।
ইউপি সদস্য মাকছুদুর রহমান জানান, ১০ টাকা দরে হতদরিদ্ররা রেশন কার্ডের মাধ্যমে চাল নেয়ার জন্য ভোলা খাদ্য বিভাগ থেকে ইউনিয়নের সচিবের কাছে ১৬২২ জনের জন্য কার্ড প্রদান করেন। সচিব ওই ইউনিয়নের হতদরিদ্রদের মধ্যে কার্ড বিতরণ না করে তিনি তা গায়েব করে দেন। সেপ্টেন্বর মাসের চাউলের জন্য জনগণ কার্ড না পেয়ে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যা...