এম. শরীফ হোসাইন, ভোলা ॥ মৎস সম্পদ রক্ষায় সারা দেশের ন্যায় বরিশাল বিভাগে ব্যাপক ভূমিকা রাখছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার দিনভর তারা ৩ থানায় অভিযান চালিয়ে ৭ লাখ ৭০ হাজার চিংড়ি’র রেণু ও ২০ মন পাঙ্গাস পোনা জব্দ করে। ভোলার লালমোহন, বরগুনার পাথরঘাটা এবং নোয়াখালীর হাতিয়ায় এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। কোস্টগার্ড সুত্রে জানা গেছে, মৎস সম্পদ রক্ষায় গতকাল রবিবার কোস্টগার্ডের ৩টি টিম গোপন সংবাদের ভিত্তিতে তিন থানায় অভিযান চালায়। যে সকল থানায় অভিযান পরিচালনা করা হয় সেগুলো হলো ভোলার লালমোহন উপজেলা, বরগুনার পাথরঘাটা ও নোয়াখালীর হাতিয়ায়। গোপন সংবাদের ভিত্তিতে সিজি আউটপোস্ট লালমোহন কর্তৃক লালমোহন থানাধীন তুলাতলি নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে সেখান থেকে ২টি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ আনুমানিক ৬ লাখ ৫০ হাজার পিচ চিংড়ি পোনা জব্দ করা হয়। এদিকে অপর একটি টিম সিজি স্টেশান পাথরঘাটা কর্তৃক বিশখালী নদীতে অভিযান পরিচালনা করে আনুমানিক ১ লাখ ২০ হাজার পিচ চিংড়ি পোনা জব্দ করা হয়। জব্দকৃত চিংড়ি পোনার আনুমানিক মূল্য টাকা ১৪ লাখ ৪০ হাজার টাকা। পরবর্তীতে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত চিংড়ির পোনা নদীতে অবমুক্ত করা হয় এবং আটককৃত বোট মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। অপরদিকে সিজি স্টেশান হাতিয়া কর্তৃক হাতিয়া থানাধীন নলছিড়াঘাট নামক এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৮০০ কেজি পাঙ্গাস পোনা জব্দ করে। জব্দকৃত পোনার আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত পাঙ্গাস পোনা বিভিন্ন এতিমখানায় ও গরীব দুস্তদের মাঝে বিতরণ করা হয়। দেশের মৎস্য রক্ষায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।
কোস্টগার্ডের অভিযানে ৭ লাখ চিংড়ির রেণু ও ২০ মন পাঙ্গাস পোনা জব্দ l
Wednesday, May 31, 2023