পাবনা জেলা প্রতিনিধি,প্রয়াস নিউজ: পাবনা শহরের লাইব্রেরি বাজার এলাকায় সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার অফিসের মধ্যে সেলিম রেজা (২৫) নামের এক ঝাড়ুদার গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। নিহত সেলিম রেজা জেলার ঈশ্বরদী উপজেলার সাহাপুরের চর গড়গড়ী গ্রামের তুজাম উদ্দিনের ছেলে ও সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসের চুক্তিভিত্তিক ঝাড়ুদার। সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রতিদিনের মত আজ সকালে সেলিম ঝাড়ু দিতে এসে বাইরে থেকে গেটে তালা লাগিয়ে দেয় এবং ভিতরের সিঁড়ির রেলিংয়ের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
Wednesday, May 31, 2023