ইব্রাহীম খলীল,পাবনা জেলা প্রতিনিধি,প্রয়াস নিউজ : পাবনা শহরের মধ্যে ট্রাক, বাস ও সিএনজি চলাচলের শৃঙ্খলা না থাকায় যাত্রীদেরকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। আজ ৫ সেপ্টেম্ব বৃস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা ৩০ পর্যন্ত শহরে প্রবেসের মক্তব মোড়,সরকারি এ্যাডওয়ার্ড কলেজ সিএনজি স্ট্রেন্ড এবং পাবনা কলেজ এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। নসিমন,করিমন, অটোবাইকের নিয়ন্ত্রণ না থাকায় প্রতিনিয়তই যানজট লেগে থাকে এ সড়কটিতে। এ যেন নিত্য দিনের সঙ্গী। যানজট নিরসনে কেউ এগিয়ে না আসায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। শৃংখলার যেন বালাই নেই। যে যার মত গাড়ী ঢুকিয়ে দিয়ে আরও বেশী যানজট করে তুলছে বলে অভিযোগ উঠেছে।
Wednesday, May 31, 2023