রাজশাহী গোদাগাড়ী উপজেলার সাহাব্দিপুর নামক এলাকায় ২দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জন ।

মোঃ ইসহাক, গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহী গোদাগাড়ী উপজেলার সাহাব্দিপুর নামক এলাকায় ২দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই পর্যন্ত ৩ জন নিহত আহত আরও তিন জন ।
নিহতরা হলেন ১.হৃদয় ফ্যাশন গার্মেন্টসের মালিক মোঃ হৃদয়, পিতা বাদরুল ইসলাম গ্রাম উজান পাড়া,২.মোঃমোহাম্মদ আলী, পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃমাহবুব (মুলবি) গ্রাম: রামনগর লালবাগ,৩.অজ্ঞাত ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহতরা হলেন ১.মোঃ মইদুল ইসলাম(৪২) পিতা মৃত্যু নৈমুদ্দীন গ্রাম কুঠিপাড়া২.মোঃইসরাঈল পিতা মৃত্যু রিয়াজউদ্দিন গ্রাম কুঠিপাড়া ৩.মোঃ সনি পিতা মৃত্যু সাইদুর রহমান গ্রাম মহিশাল বাড়ী । আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল(রামেক) এ ভর্তি করা হয়েছে।গোদাগাড়ী থানার ওসি খায়রুল ইসলাম জানান, রাজশাহী-ঢাকা মহাসড়কে গোদাগাড়ীর সাহাব্দিপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী আহত হন। আহতদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন

Wednesday, May 31, 2023

সর্বশেষ